নিউজ ডেস্ক

১৪ জানুয়ারি, ২০১৫ ১১:২৬

শরীরে ৯৪ টি আইফোন বেঁধে সীমান্তে পাকড়াও যুবক

৪/৫টা নয় সারা শরীরে ৯৪ টি আইফোন লুকিয়ে সীমান্ত পেরোতে চেয়েছিল হংকংয়ের এক নাগরিক!

৪/৫টা নয় সারা শরীরে ৯৪ টি আইফোন লুকিয়ে সীমান্ত পেরোতে চেয়েছিল হংকংয়ের এক নাগরিক!  কিন্ত চিনা আধিকারিকদের হাতে  ধরা পড়ল সে। শরীরে ফ্লিম আর আঠালো ফিতের মোড়কে শরীরের সঙ্গে সে জড়িয়ে রেখেছিল আইফোনগুলিকে। এই পদ্ধতিতে পাচার করার কৌশল আইফোন-তূণ নামেই পরিচিত।

 ফুটিয়ান বন্দরে সে ধরা পড়ল।হাফিংটন পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী, তার চলার ভঙ্গিই তাকে ধরিয়ে দিল। অতগুলি আইফোন শরীরে বেঁধে রেখে ভালোভাবে হাঁটতে পারছিল না সে। এই অদ্ভূত গতিবিধি লক্ষ্য করেই সন্দেহ হয় আধিকারিকদের। তল্লাশি চালিয়ে তাঁরা ওই যুবকের কাছ থেকে ৯৪ টি আইফোন ৫এস, আইফোন ৬ এবং ৬ প্লাস মডেল বাজেয়াপ্ত করা হয়েছে।



কালো বাজারে আইফোনের বিক্রি বেশ লাভজনক ব্যবসা। কারণ, চিনে আইফোনের দাম বেশ চড়া।

আপনার মন্তব্য

আলোচিত