২১ নভেম্বর, ২০১৯ ১৯:১৩
শাওমি বের করতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন কে৩০। একই সাথে তারা ৫জি সাপোর্ট ও 100W টার্বোচার্জিং টেকের খবর প্রকাশ করল। শাওমির আগামী ফ্লাগশিপ সেটগুলোতে দেখতে পাওয়া যাবে এ ফিচার দুটো।
১00W ফাস্ট চার্জিং টেকের নাম দেয়া হয়েছে ‘সুপার চার্জ টার্বো’। চলমান কনফারেন্সে তারা একটি লাইভ ভিডিও দেখিয়েছে যেখানে ১০০ ওয়াট টার্বো চার্জিং টেক ইউজ করে একটি ৪০০০ মিলি অ্যাম্পস পাওয়ারের ব্যাটারি মাত্র ১৭ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম!
সামনের কোন এক মডেলে তারা এই ফিচারটি যুক্ত করে দিতে পারে। তবে এ বিষয়ে শাওমি নির্দিষ্ট করে কিছুই বলেনি যে কোন মডেল থেকে এই ১০০ ওয়াট চার্জ সাপোর্ট প্রদান করবে। আশা করা যাচ্ছে রেডমি কে৩০ থেকেই এর যাত্রা শুরু হতে পারে ‘সুপার চার্জ টার্বো’র।
আপনার মন্তব্য