২০ মে, ২০২০ ১৪:৪৯
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে এ সপ্তাহেই রেস্তোরাঁ, বার ও খুচরা পণ্যের দোকান সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গত ১৮ মে রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমার সীমিত পরিসরে এই দোকান ও বার খোলার সিদ্ধান্তের কথা জানান। হুইট্মার বলেন, মিশিগান রাজ্যের ৩২টি কাউন্টিতে ২২ মে থেকে এ আদেশ কার্যকর হবে। বার ও রেস্তোরাঁয় ধারণক্ষমতার ৫০ শতাংশে সীমিত রাখতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। সেবাদানকারীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খুচরা ব্যবসার কর্মীদের সুরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করতে হবে।
এদিকে ১৮ মে মিশিগানে বিশ্বের তিনটি বৃহৎ মোটর শিল্প ফোর্ড, জেনারেল মোটরস ও ফিয়াট ক্রিসলার দুই মাস পর খুলে দেওয়ায় সেখানে হাজার হাজার কর্মী কাজে যোগ দিয়েছেন।
ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডুগান ১৮ মে বলেন, রাজ্য গভর্নর গ্রিচেন হুইটমারের অনুমতি পাওয়ার পর ডেট্রয়েটের খুচরা ব্যবসাগুলো খুলে দেওয়া হবে।
আপনার মন্তব্য