২৭ মে, ২০২০ ১২:৫১
নতুন করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী রোববার থেকে সৌদি আরবে চালু হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল (ডোমেস্টিক ফ্লাইট)।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জিএসিএ জানিয়েছে, পুনরায় বিমান চলাচল কার্যক্রম শুরুর জন্য সব পূর্বপ্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে। সৌদির বিমানবন্দরগুলোতে এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৫ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রেখেছে সৌদি আরব। ২১ মার্চ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।
সৌদি আরবে ৭৬ হাজার ৭২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪১১ জনের। সুস্থ হয়েছেন প্রায় ৫০ হাজার রোগী।
আপনার মন্তব্য