আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২০ ১৮:৫৬

সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের ৫০ শতাংশই উপসর্গহীন

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশই এখন কোনো উপসর্গ নেই বলে জানা গেছে।

দেশটির সরকারী ভাইরাস টাস্কফোর্সের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে এখন যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের অর্ধেকের ক্ষেত্রেই কোনো উপসর্গ দেখা যাচ্ছে না।

বিষয়টি উদঘাটন হওয়াতেই সিঙ্গাপুর সরকার লকডাউনের বিধিনিষেধ খুব ধীরে শিথিল করছে বলে টাস্কফোর্সের সহ-প্রধান লরেন্স ওং জানান।

বিজ্ঞাপন

সোমবার রয়টার্সকে তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা বলে, প্রতিটি লক্ষণযুক্ত শনাক্তের বিপরীতে কমপক্ষে একটি উপসর্গহীন কেস আছে।

সিঙ্গাপুরে হাজার হাজার অভিবাসী শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এপ্রিল মাসের শুরুতেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল হাজারখানেক। দেশটিতে মোট আক্রান্তের ৪০ শতাংশই বাংলাদেশি।

এখন পর্যন্ত দেশটিতে ৩৮ হাজার জন আক্রান্ত হয়েছেন। প্রায় দুই মাসের লকডাউন শেষে গত সপ্তাহে স্কুল এবং কিছু ব্যবসা-বাণিজ্য আবার চালু হয়।

আপনার মন্তব্য

আলোচিত