আন্তর্জাতিক ডেস্ক

২১ জুন, ২০২০ ২২:০১

রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত জনসন অ্যান্ড জনসনের

এশিয়া ও মধ্যপ্রাচ্যে রঙ ফর্সাকারী দাবিদার ক্রিম বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)। বিশ্বজুড়ে বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে বিতর্ক সৃষ্টির ফলে এমনতর ফর্সাকারী ক্রিম বেশ সামাজিক চাপের মধ্যে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে জেঅ্যান্ডজের এক মুখপাত্র জানান, ভারতে রঙ ফর্সাকারী বিভিন্ন ক্রিম বিক্রি বন্ধ করবে জনসন অ্যান্ড জনসন। চলতি মাসের শুরুতে কোম্পানিটি জানিয়েছিল, তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যে নিউট্রোজেনা ফাইন ফেয়ারনেস পণ্যগুলো বিক্রি বন্ধ করবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যসেবা পণ্য জায়ান্টটি জানায়, এ পণ্যগুলো তারা আর প্রস্তুত করবে না বা চালান পাঠাবে না। কিন্তু যেগুলো বিভিন্ন দোকান, ডিপার্টমেন্টাল স্টোরে রয়েছে, সেগুলোর মজুদ শেষ না হওয়া পর্যন্ত তাকে দেখা যেতে পারে।

মূলত নারীদের লক্ষ্য করে এমনতর রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি করে জেঅ্যান্ডজেসহ ইউনিলিভার, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ও ল’রিলের মতো ভোক্তা জায়ান্ট। গত বছর বিশ্বব্যাপী ৬ হাজার ২৭৭ টন রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি হয়েছে বলে জানিয়েছে ইউরোমনিটর ইন্টারন্যাশনাল।

আপনার মন্তব্য

আলোচিত