
০৬ অক্টোবর, ২০২৫ ১১:১১
খুব দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু সংগত কারণে এখনো দেশে ফেরা সম্ভব হয়নি, তবে সময় এসে গেছে। ইনশাআল্লাহ, খুব শিগগির দেশে ফিরব।
সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটির প্রথম পর্ব বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। যেখানে দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে দেশে ফেরার বিষয়ে তারেক রহমান বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী। যেখানে একটি গণপ্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে আমি জনগণের সঙ্গে থাকব—এই ইচ্ছা, আগ্রহ ও সর্বোচ্চ চেষ্টা থাকবে।
আপনার মন্তব্য