
০৬ অক্টোবর, ২০২৫ ১২:১৫
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হারের পর লা লিগায়ও হেরেছে বার্সেলোনা। লিগে হার তাদের সেভিয়ার বিপক্ষে।
সেভিয়ার মাঠে ৪-১ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল।
দলের স্ট্রাইকার লেভানডভস্কি মিস করেছেন পেনাল্টি, মাঝমাঠে ভেঙে পড়েছে নিয়ন্ত্রণ, আর রক্ষণভাগ যেন ছিল না বললেই চলে। ফ্লিকের শিষ্যদের এই পরাজয় শুধু বড় স্কোরলাইনে নয়, মানসিকভাবেও গভীর ক্ষত রেখে গেল। এর মাধ্যমে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠারও সুযোগ হারাল বার্সেলোনা।
ম্যাচের ১৫ মিনিটের মধ্যে ডিফেন্ডার আরাউহোর অযথা ট্যাকলে পেনাল্টি উপহার পায় সেভিয়া, আর সেই সুযোগ কাজে লাগিয়ে বার্সার সাবেক তারকা আলেক্সিস সানচেজ গোল করে দলকে এগিয়ে দেন (১-০)।
এরপর সেভিয়া যেন আগুনে। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় বার্সেলোনার ডিফেন্স। কারমোনা, আইজাক রোমেরো ও মেন্ডিদের চেষ্টায় প্রথমার্ধের অর্ধেকটা সময় একতরফা হয়ে ওঠে। অবশেষে ৩৭ মিনিটে রুবেন ভার্গাসের পাস থেকে রোমেরোর পা ছুঁয়ে বল জালে, স্কোরবোর্ডে ২-০। যেন তাতেই শেষ।
তবে প্রথমার্ধের শেষ দিকে সামান্য আশার আলো দেখেছিল বার্সা। ৪২ মিনিটে রাশফোর্ডের শট প্রতিহত করেন সেভিয়া গোলকিপার ওডিসেয়াস, কিন্তু ইনজুরি টাইমে পেদ্রির নিখুঁত ক্রস থেকে দারুণ ভলিতে রাশফোর্ড গোল করে ব্যবধান কমান (২-১)।
দ্বিতীয়ার্ধে ফ্লিকের বদলি পরিকল্পনাও ফল দিল না। আক্রমণে নিয়ন্ত্রণ নিলেও গতি পেল না গোলের দৌড়ে। বরং ৭৫ মিনিটে এল সুযোগ— বালদেকে ফাউল করে অকারণে পেনাল্টি উপহার দেন জানুজাই। কিন্তু লেভানডভস্কির পেনাল্টি চলে যায় পোস্টের বাইরে।
শেষ মুহূর্তে রক্ষণ ভেঙে সেভিয়ার দাপটের আরেক প্রমাণ মেলে। প্রথমে কারমোনার দারুণ ক্রসে ৩-১, আর যোগ করা সময়ে আক্রমণাত্মক কাউন্টার থেকে আকর অ্যাডামসের পা ছুঁয়ে আসে চতুর্থ গোল— স্কোরলাইন দাঁড়ায় ৪-১, যা বার্সার এই মৌসুমের সবচেয়ে বড় পরাজয়।
আপনার মন্তব্য