আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে, ২০২০ ১২:১৬

হোয়াইট হাউজে করোনার হানা, প্রতিদিন টেস্ট করাবেন ট্রাম্প

হোয়াইট হাউজের এক সামরিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত পরিচারকের দায়িত্বে আছেন। তার কোভিড-১৯ ধরা পড়ার পর প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবনে শুরু হয়েছে কড়াকড়ি। সংক্রমণ নিয়ন্ত্রণে প্রত্যেক দিন করোনার টেস্ট করাবেন বললেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প জানান, ওই পরিচারকের সংস্পর্শে খুব একটা যাওয়া হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ‘এই ভদ্রলোকের সঙ্গে খুব কমই যোগাযোগ হয়েছে, ব্যক্তিগতভাবে সংস্পর্শে কখনো যাইনি। তিনি ভালো মানুষ। তার সঙ্গে (ভাইস প্রেসিডেন্ট) মাইকেরও (পেন্স) তেমন যোগাযোগ হয়নি। তারপরও আমার ও তার করোনা টেস্ট করানো হয়েছে। দুজনেরই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।’

ট্রাম্প জানান, তিনি ও ভাইস প্রেসিডেন্টসহ প্রত্যেক স্টাফ প্রতিদিন করোনা টেস্ট করাবেন। তিনি বলেছেন, ‘আমার দুবার টেস্ট করানো হয়েছে। দুবারই নেগেটিভ। কিন্তু পরীক্ষা করানোই শিল্প নয়, তা আপনি যাই করেন না কেন। তাই আমরা সপ্তাহে একদিন পরীক্ষা করাতাম। এখন আমরা প্রত্যেক দিন টেস্ট করাতে যাচ্ছি।’

আপনার মন্তব্য

আলোচিত