
০৮ মে, ২০২০ ১২:৫৩
যুক্তরাষ্ট্রের পর নভেল করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় রেমডিসিভির ওষুধের অনুমোদন দিয়েছে জাপান।
বিবিসি জানায়, ইবোলা প্রতিরোধের জন্য এই ওষুধ তৈরি করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিটিক্যাল গিলিয়াড সায়েন্সেস। তবে ইবোলা চিকিৎসায় আফ্রিকাতে এই ওষুধ সফলতা দেখাতে ব্যর্থ হয়। তবে করোনা চিকিৎসায় এই ওষুধ বেশ কার্যকরী বলে দাবি করেছে গিলিয়াড।
বিজ্ঞাপন
চীনের একটি গবেষণা এই ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেও গিলিয়াডের দাবি রেমডিসিভির গ্রহণ করে দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে করোনা রোগী। কয়েকশ রোগী নিয়ে পরিচালিত ট্রায়ালে অর্ধেক রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ওষুধটি গ্রহণ করে।
যুক্তরাষ্ট্র এই ওষুধ অনুমোদন দেয়ার পর জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ও এমন পরিকল্পনার কথা জানায় এই সপ্তাহের শুরুতে।
গিলিয়াডের জাপান প্রতিনিধি দল দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদনের তিনদিন পর রেমডিসিভিরের অনুমোদন দেয়া হয়।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জাপানই শুধু ওষুধটি অনুমোদন দিয়েছে।
এদিকে জাপানের ফ্যাভিপিরাভির জেনেরিকের অ্যাভিগান নিয়েও কয়েকদিন আগে বেশ আলোচনা ছিল। তারা নিজেদের তৈরি ওষুধটি দিয়ে এখনো নির্দিষ্ট কিছু রোগীর চিকিৎসা করছে।
তবে রেমডিসিভির হচ্ছে করোনার জন্য জাপানের প্রথম স্বীকৃতপ্রাপ্ত প্রতিরোধক।
আপনার মন্তব্য