আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২০ ১৯:০২

লন্ডনে লকডাউন না মেনে পার্কে চলছে পিকনিক, বিপাকে পুলিশ

লন্ডনে লোকজন লকডাউন মানছে না। ফলে বিপাকে পড়েছে সেখানকার পুলিশ। লোকজন পার্কে পিকনিক করছে, পিজ্জা, বিয়ার, ওয়াইন খাচ্ছে। সম্প্রতি পার্কে লোকজনের এমন কিছু ছবি টুইট করেছে লন্ডনের পুলিশ।

এক টুইট বার্তায় বলা হয়েছে, পার্কে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে পুলিশকে। কারণ লোকজন লকডাউন মানতেই চাইছে না। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রীনউইচ পার্কে দেখা গেছে পুলিশ টহল দিচ্ছে।

সেখানে লোকজন রোদে বসে গল্প-গুজব করছে। পুলিশ তাদের পার্ক ছেড়ে বাড়ি যেতে বললেও লোকজনকে সেখান থেকে সরানো যাচ্ছিল না। পুলিশের কথা কানে তুলছে না কেউ।

এদিকে, রোববার সন্ধ্যায় দেশজুড়ে লকডাউন তুলে নেওয়ার বিষয়ে নিজের পরিকল্পনা ব্যক্ত করার বিষয়ে ঘোষণা দেওয়ার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের।

বিজ্ঞাপন

এর আগে চলতি সপ্তাহের শুরুতে এক ঘোষণায় তিনি বলেছিলেন যে, তার আশা সোমবার থেকেই কিছু কড়াকড়ি শিথিল করা যাবে। তবে কোন কোন ক্ষেত্রে কড়াকড়ি তুলে নেওয়া হতে পারে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ২৬০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

করোনার কারণে তিনদিন তাকে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে। অবশেষে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে তিনি আবারও কাজে ফিরেছেন।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ হাজার ৫৮৭ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৮৩ হাজার ৩২৯টি। এছাড়া ১ হাজার ৫৫৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

আপনার মন্তব্য

আলোচিত