সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৬ ১৪:১৪

পুলিশের কাছেও সন্তান হত্যার ‘দায় স্বীকার’ করলেন মা

রাজধানীর বনশ্রীতে দুই সন্তানকে হত্যার ‘দায় স্বীকার’ করে র‌্যাবকে যে কথা বলেছিলেন মাহফুজা মালেক জেসমিন, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদেও তিনি একই কথা বলেছেন বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আপাতত বক্তব্য অনেকটাই মিলে যায়। তারপরও এতে অন্যকোনো বিষয় বা সংশ্লিষ্টতা পাওয়া যায় কি না, সেটি তদন্ত করে দেখব।   

দুই শিশুকে দাফনের পর মাহফুজাকে আটক করে বৃহস্পতিবার ঢাকায় নিয়ে আসে র‌্যাব।

শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছিল, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে নিজের স্কুলপড়ুয়া দুই ছেলে-মেয়েকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন মাহফুজা।   

মাহফুজা এখন রামপুরা থানায় রয়েছেন।

দুজন নারী পুলিশের পাহারায় তিনি নারী হাজতখানায় রয়েছেন বলে রামপুরা থানার এসআই সীমা আক্তার শনিবার (৫ মার্চ) সকালে জানান।

দুই সন্তান নুসরাত আমান অরণী (১৪) ও আমান আলভী (৬) হত্যার ঘটনায় তাদের বাবা আমানুল্লাহ স্ত্রীকে আসামি করে যে মামলাটি করেছেন, তা তদন্তের দায়িত্বে রয়েছেন পরিদর্শক মুস্তাফিজ।

আপনার মন্তব্য

আলোচিত