সিলেটটুডে ডেস্ক

০৩ নভেম্বর, ২০১৫ ২৩:৪০

গয়েশ্বর-খোকাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস সহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাজধানীর রামপুরায় দায়ের করা হত্যা মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

মঙ্গলবার মামলায় আসমিদের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। ওই দিন আসামিরা কেউ আদালতে হাজির না থাকায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা চার্জশিট আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানাপ্রাপ্ত উল্লেখযোগ্য সদস্যরা হলেন-বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদ, ছাত্রদল নেতা হাবিবুর রশিদ হাবিব, জামায়াত নেতা ডা. শফিকুল ইসলাম, ড. শফিকুর রহমান প্রমুখ।

এ বিষয়ে সহকারি পিপি তাপস কুমার বলেন, 'মামলার চার্জশিট আমলে নেয়ার শুনানির দিন আসামিরা গরহাজির থাকায় চার্জশিট আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।'

চলতি বছরের ২০ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

চার্জশিটে বলা হয়েছে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় মানসুর প্রধানিয়া নামে একজন বাসযাত্রী মারা যান। ওই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে পরেরদিন রামপুরা থানায় মামলাটি করেন।

আপনার মন্তব্য

আলোচিত