সংবাদ বিজ্ঞপ্তি

০৭ আগস্ট, ২০২০ ২২:৪৫

‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ দক্ষিণ সুরমা উপজেলার ঈদ পূণর্মিলনী

ঈদ পূণর্মিলনী উদযাপন করলো ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ দক্ষিণ সুরমা উপজেলা শাখা। আগষ্টের ঐতিহাসিক শোকাবহতায়, সংগঠনটি পরিহার করে আনুষ্টানিক জাঁকজমকতা।

শুক্রবার বিকেল ৪টায় ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ ঈদ পূণর্মিলনী অনুষ্টানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দক্ষিণ সুরমা উপজেলা  শাখার সভাপতি গোলাপ আহমদ।

সাধারণ সম্পাদক শাহ নেওয়াজুর রহমান জুম্মান ও যুগ্ম সাধারন সম্পাদক আদিল আহমদ রাহাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শামীম বলেন, শোকের মাসে ঈদ পূর্ণমিলনী অনুষ্টান আমাদের শিক্ষা দেয় ত্যাগ-তীতিক্ষার বিজয় অনিবার্য। সেই বিজয়ে ঐক্য ও আদর্শিক পথে অনড় হয়ে সম্মুখে এগিয়ে যেতে হবে আমাদের।  

অনুষ্টানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুচাই ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এহতেসাম হাসান লয়েছ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য, কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজন আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা হুশিয়ার আল মামুন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ও  তালহা আহমদ, কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রহিম আহমদ, জাবের আহমদ, সামাদ আহমদ, হাসান আহমদ, রায়হান আহমদ, এমরান আহমদ, বুলবুল আহমদ, জাবেদ আহমদ, ওহিদুল ইসলাম, শাহ আমজাদ, মান্না আহমদ, মাহফুজ আহমদ, রাহি আহমদ, হাবিব আহমদ, একে নাঈম, সাব্বির আহমদ, আজহার উদ্দিন অপু, জাকারিয়া আহমদ, নাসিম আহমদ, লিটন আহমদ, জামিল আহমদ, এবি নাবিল, আবির আহমদ, তাহসিন, মাহিন আহমদ, মীর আহমদ, আফজল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত