সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৪৩

অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকদের জন্য সচেতনতা প্রশিক্ষণ

সিলেট ইনক্লুসিভ স্কুল, বাগবাড়ীতে এক অনন্য আয়োজনের মাধ্যমে বুধবার অনুষ্ঠিত হলো “অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবকদের জন্য সচেতনতা প্রশিক্ষণ”। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই প্রশিক্ষণে সিলেট অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০ জন বিশেষ শিশুর অভিভাবক এবং ১০ জন বিশেষ শিশুর শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্দেশ্য
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা ঘরে বসেই তাদের সন্তানের জন্য থেরাপি ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারেন। একই সঙ্গে বিশেষ শিশুদের জন্য সরকারি ও বেসরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে অভিভাবকদের অবহিত করা এবং স্বাস্থ্যকর খাবার, খেলাধুলা ও বিভিন্ন থেরাপির মাধ্যমে শিশুর সার্বিক বিকাশে অভিভাবকের ভূমিকা তুলে ধরা।

উদ্বোধনী অনুষ্ঠান
অনুষ্ঠানের উদ্বোধন হয় সকাল ১০টা ৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব ফজলুল করিম, কান্ট্রি কো-অর্ডিনেটর, মুসলিম চ্যারিটি বাংলাদেশ,, জনাব মোহাম্মদ রফিকুল হক, সহকারী পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা) ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সিলেট ইনক্লুসিভ স্কুল, জনাব মহিন উদ্দিন, ম্যানেজার, মুসলিম চ্যারিটি ইউকে, জনাব আব্দুল সালেহ, অটিজম বিশেষজ্ঞএ

অতিথিরা তাদের বক্তব্যে অটিজম আক্রান্ত শিশুদের যত্ন ও বিকাশে অভিভাবকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজে সচেতনতা বৃদ্ধি ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য টেকসই সমাধান সম্ভব নয়।

প্রশিক্ষণ সেশন
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন-এর সদস্য সচিব ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক জনাব ইসমাইল গনি হিমন। তাঁর সঙ্গে সেশন পরিচালনা করেন বিশেষজ্ঞ শিক্ষকগণ—জহুরা আক্তার, স্পিচ থেরাপিস্ট, নাহিদুল ইসলাম, ফিজিও থেরাপিস্ট, এনরউজ বিশ্বাস, অকুপেশনাল থেরাপিস্ট, রেজাউল করিম, ফিজিও থেরাপিস্ট

দিনব্যাপী আলোচনায় স্থান পায়-
প্রতিবন্ধিতা কী ও কিভাবে তা শনাক্ত করবেন
 বিশেষ শিক্ষায় বাবা-মায়ের ভ’মিকা
 প্রতিবন্ধিতা সম্পর্কিত বাংলাদেশের আইন ও সুযোগ-সুবিধা
 স্বাস্থ্যসম্মত খাবার তালিকা ও বিশেষ শিশুদের জন্য পুষ্টি পরিকল্পনা
 উপযোগী খেলাধুলার গুরুত্ব
 অকুপেশনাল, স্পিচ ও ফিজিও থেরাপির ঘরে সহজ প্রয়োগ কৌশল
 অভিভাবকদের প্রশ্নোত্তর পর্ব

বিশেষ উদ্যোগ
দিনের শেষে অংশগ্রহণকারী প্রতিটি পরিবারকে ঘরে বসে থেরাপি প্রয়োগের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। একইসঙ্গে, সিলেট ইনক্লুসিভ স্কুলের জন্য ১০ জন বিশেষ শিশুর থেরাপি সামগ্রী আলাদাভাবে তুলে দেয়া হয়।

আয়োজক প্রতিষ্ঠান
পুরো আয়োজনটি যৌথভাবে সম্পন্ন করে —সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন, আই ডি য়া, মুসলিম চ্যারিটি ইউ.কে

অভিভাবকদের প্রতিক্রিয়া
অংশগ্রহণকারী অভিভাবকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের সন্তানদের সার্বিক বিকাশে কার্যকর ভ’মিকা রাখবে। বিশেষ করে থেরাপি কৌশল, খাবার পরিকল্পনা ও খেলাধুলা বিষয়ক নির্দেশনা তাদের ঘরে বসে সন্তানের জন্য কার্যক্রম পরিচালনায় আত্মবিশ্বাসী করে তুলবে।

আপনার মন্তব্য

আলোচিত