নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২০ ১৭:৩২

কারাতে প্রশিক্ষক হুমায়ুন কবির জুয়েল মারা গেছেন

সিনিয়র কারাতেকা, আন্তর্জাতিক কারাতে সংগঠক ও প্রশিক্ষক সেনসি হুমায়ুন কবির জুয়েল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারি। এছাড়া ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ ছিলেন সেনসি হুমায়ুন কবির জুয়েল।

সেনসি হুমায়ুন কবির জুয়েলের মৃত্যু বাংলাদেশ কারাতের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওয়ার্ল্ড শিতোরিও কারাতে দো সেইসিনকাই ইন্টারন্যাশনালের সভাপতি হানশি মো. নুরুল এলাহি এবং সংগঠনের বাংলাদেশ সভাপতি হাজী নুরুল ইমাম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক শান্তি রায়।

আপনার মন্তব্য

আলোচিত