স্পোর্টস ডেস্ক

১৩ জুন, ২০২০ ০১:৩৮

তিন মাস পর খেলতে নেমে পেনাল্টি মিস রোনালদোর

ইতালির ফুটবল ফেরার দিনে পেনাল্টি মিস করলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লিগে এসি মিলানের বিপক্ষে পেনাল্টি মিস করেন এই গোলমেশিন।

ম্যাচের ১৬তম মিনিটে এসি মিলানের কন্তের হাতে লেগে বল লাগে রোনালদোর বাহুতে। জুভেন্টাসের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদন করলে ভিআর প্রযুক্তির সাহায্যে স্পটকিকের নির্দেশ দেন রেফারি। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে পোস্টে মারে রোনালদো।

বিজ্ঞাপন

এই ম্যাচের মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো ৯৬ দিন পর মাঠে নামলেন। পর্তুগিজ তারকা সর্বশেষ খেলেছেন মার্চের ৮ তারিখে। সেদিন সিরি 'আ'তে রোনালদোর জুভেন্টাস ঘরের মাঠে ২–০ গোলে হারিয়েছিল ইন্টার মিলানকে।

কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানের সঙ্গে ১-১ গোলে করেছিল জুভেন্টাস। সেদিন রোনালদোর পেনাল্টি থেকে করা গোলে হার এড়িয়েছিল তুরিনের ক্লাবটি।

শেষ পর্যন্ত সেমিফাইনালের দ্বিতীয় লেগ গোলশূন্যভাবে শেষ হয়।  

এই ম্যাচটিসহ ইতালির সব ম্যাচই হবে দর্শকশূন্য মাঠে। শনিবার রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে নাপোলি ও ইন্টার মিলান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ জুন। এর তিন দিন পরই শুরু হবে সিরি 'আ'।

আপনার মন্তব্য

আলোচিত