![উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের তাসকিন](https://www.sylhettoday24.news/images/news/thumb/160805.jpeg)
১৯ জুন, ২০২০ ১৩:২৫
ঢাকার ক্লাব ক্রিকেটের কিংবদন্তি রামচাঁদ গোয়ালা মারা গেছেন। আবাহনীতে টানা ১৫ মৌসুম খেলেছিলেন তিনি। বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম খবরটি নিশ্চিত করেছেন।
আশির দশক থেকে নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত খেলা এই বাঁহাতি স্পিনার শুক্রবার ময়মনসিংহে নিজ বাসভবনে ৮১ বছর বয়সে মারা গেছেন।
শুরুতে পেসার থাকলেও বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনের শুরুটা হয়েছিল তাকে দিয়ে।
তিনি ৫৩ বছর বয়সে ঢাকা লিগে খেলার কীর্তি গড়েছিলেন। খেলা ছাড়ার পর কিছুদিন কোচিংয়ের সঙ্গে ছিলেন রামচাঁদ। জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ তার ছাত্র। ময়মনসিংহে ক্রিকেট শুরু করা রামচাঁদের অভিষেক ভিক্টোরিয়ার হয়ে ১৯৬২ ঢাকা লিগে। স্পিনার হিসেবে।
আপনার মন্তব্য