স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০২২ ১৪:৫৩

আর্জেন্টিনার ম্যাচে স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শক

বিশ্বকাপ ইতিহাসের ২৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শক গতকাল লিওনেল মেসিদের খেলা দেখতে উপস্থিত ছিল। শনিবার (২৬ নভেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং মেক্সিকোর মধ্যকার বিশ্বকাপের গ্রুপ ‘সি’র ম্যাচে রেকর্ড গড়ে মাঠে উপস্থিত হয় ভক্ত-সমর্থকরা।

বার্তা সংস্থা এপির তথ্যমতে, কাতারের লুসাইলে ৮৮ হাজার ৯৬৬ দর্শকদের সামনে খেলেছে মেক্সিকো-আর্জেন্টিনা। এ ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করেন মেসিরা।

ফিফা জানিয়েছে, দোহার উত্তরে লুসাইল স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। এ ম্যাচে যুক্তরাষ্ট্রে ১৯৯৪ সালের ফাইনালের পর বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক দেখবে। এর আগে ১৯৫০ সালে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামের ভিতরে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন।

এর আগে মেসির মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনার ফিকে হয়ে যাওয়া আশা বেঁচে থাকে। এরপর সতীর্থ এনজো ফের্নান্দেজকে দিয়ে করালেন আরও একটি গোল। এই দুই গোলে ভর করেই মেক্সিকোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়টা পেয়ে যায় আর্জেন্টিনা। বিশ্বকাপে দলটির আশাও টিকে রইল সঙ্গে সঙ্গে।

আপনার মন্তব্য

আলোচিত