স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২ ২৩:১৬

গ্রুপ পর্ব থেকে বাদ ডেনমার্ক, নকআউট পর্বে অস্ট্রেলিয়া

ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছেছে অস্ট্রেলিয়া।

বুধবার আল জানুব স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে ডেনিশদের একমাত্র গোলে হারায় সকারুরা।

ম্যাচে একমাত্র গোলটি করেছেন ম্যাথিউ লেকি।

এই জয়ে ২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে উন্নীত হলো অস্ট্রেলিয়া। ডেনমার্কের ক্ষেত্রে এটা ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর প্রথমবার গ্রুপ পর্যায় থেকে বাদ পড়া।

গ্রুপের অন্য ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে তিউনিসিয়া। ম্যাচে ফ্রান্স না হারলে অস্ট্রেলিয়ার জন্যে ড্র হলেই চলত, কিন্তু অন্য ম্যাচে তিউনিসিয়া গোল পেয়ে গেলে অস্ট্রেলিয়ার জয়ের দরকার ছিল।

নিজেদের ম্যাচের ৬০ মিনিটেই সকারুদের দারুণ এক গোল এনে দেন ম্যাথিউ লেকি। পরের আধাঘণ্টা গোলটা আগলে রেখে অস্ট্রেলিয়া ডেনমার্ককে হারিয়েছে ১-০ ব্যবধানে।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে অস্ট্রেলিয়া।

আগের দুই ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হারলেও তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু ফরাসিদের কাছে হারের আগে তিউনিসিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ডেনমার্ক।

আপনার মন্তব্য

আলোচিত