স্পোর্টস ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২ ২৩:৩২

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েও তিউনিসিয়ার বিদায়

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিয়ে এবারের বিশ্বকাপের আরও একটি ‘অঘটনের’ জন্ম দিল তিউনিসিয়া।

বুধবার (৩০ নভেম্বর) আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে তিউনিসিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন ওয়াহবি খাজরি।

এই জয়েও গ্রুপ পর্যায় থেকে বাদ পড়তে হয়েছে তিউনিসিয়াকে। গ্রুপের অপর ম্যাচে ডেনমার্ককে অস্ট্রেলিয়া হারিয়ে দেওয়ায় বিদায় নিতে হয়েছে তিউনিসিয়াকে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম মূল একাদশের নয়জনকে বসিয়ে রেখেছিলেন। প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করা ফ্রান্স বেঞ্চের শক্তি যাচাই করতে চেয়েছিল, কিন্তু আফ্রিকার দেশটি ফ্রান্সকে সফল হতে দেয়নি।

ম্যাচের ৫৮তম মিনিটে ওয়াহবি খাজরির গোলে পিছিয়ে পড়ার পর ফ্রান্সের কোচ আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে, ওসমান দেম্বেলে, র‍্যাবিয়টদের মাঠে নামালেও কাজ হয়নি।

তবে যোগ করা সময়ের নবম মিনিটে বদলি নেমে সমতা ফিরিয়েছিলেন আঁতোয়ান গ্রিজমান। কিন্তু ভিএআরে অফ সাইডে সেটি বাতিল হয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত