স্পোর্টস ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০২৩ ১১:১৩

ফরাসি কাপ থেকে বিদায় মেসি-নেইমারদের

ফরাসি কাপ থেকে বিদায় নিয়েছে মেসি-নেইমারের মতো খেলোয়াড়সমৃদ্ধ পিএসজি। ঘরের মাঠে বুধবার রাতে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে মার্সেই।

পেনাল্টিতে আলেক্সিস সানচেসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের অন্তিম সময়ে সমতা ফেরান রামোস। দ্বিতীয়ার্ধে রুসলান মালিনোভস্কির গোলে আবার এগিয়ে যায় মার্সেই।

ক্লাসিকোয় চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। নেইমারের বাড়ানো বলে নুনো মেন্দেসের বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক পাও লোপেস।

ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। ঠাণ্ডা মাথার স্পট কিকে ইতালিয়ান গোলরক্ষককে পরাস্ত করেন সানচেস। চেঙ্গিস আন্দারকে অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার রামোস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল মার্সেই।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরায় পিএসজি। মাঝমাঠে বল পেয়ে কয়েক জনের চ্যালেঞ্জ এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নেন মেসি। মার্সেইয়ের এক জনের গায়ে লেগে যায় পোস্টের বাইরে দিয়ে। নেইমারের চমৎকার কর্নারে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রামোস।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। নিজেদের অর্ধে থ্রো-ইনে ডি-বক্সের কাছে বল হারিয়ে বিপদ ডেকে আনে পিএসজি। সানচেসের শট জটলার মধ্যে একজন ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন মালিনোভস্কি।

আপনার মন্তব্য

আলোচিত