স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৫ ১০:১৬

তিন হারের পর টানা দুই জয় সিলেট স্ট্রাইকার্সের

বিপিএলে টানা দুই জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথম তিন ম্যাচে টানা হারের পর টানা দুই ম্যাচ জিতল তারা নিজেদের মাঠে।

৬ বলে ১৯ রান। দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে রোমাঞ্চ জাগিয়ে তুলেন আবু হায়দার রনি। চতুর্থ বলে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পড়েন তিনি। উইকেটে নেমে ২ বলে ১০ রানের কঠিন সমীকরণ মেলাতে পারেননি নাসুম আহমেদ। পঞ্চম বলে রান আউট হন মাহিদুল ইসলাম অঙ্কন। ম্যাচের শেষ বলে নাসুম নেন ১ রান।

রোববার (১২ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ রানে হেরেছে খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮২ রান তুলে স্বাগতিক সিলেট। লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১৭৪ রানে থামে খুলনা। টুর্নামেন্টে চতুর্থ ম্য্যাচে এটা টানা দ্বিতীয় হার তাদের।

খুলনাকে ব্যর্থতার গণ্ডিতে রেখে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট, যারা তাদের প্রথম তিন ম্যাচেই হেরেছিল। এদিন তাদের জয়ের নায়ক জাকির হাসান। ৪৬ বলে ৩ চার এবং ৬ ছক্কায় তার ৭৫ রানের ইনিংসেই বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। এছাড়া ওপেনার রনি তালুকদারও পান হাফ সেঞ্চুরি। ৪৪ বলে ৫ চার এবং ২ ছক্কায় করেন ৫৬ রান।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই মারমুখী ছিল খুলনা। তবে রানের গতি ঠিক রাখলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। যেমন, পাওয়ারপ্লের ৬ ওভারে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৭ রান। মিডল ওভারে মোহাম্মদ নওয়াজের ৩৩ রানের ছোট ঝড়ো ইনিংসে প্রাণ ফিরে খুলনা শিবিরে। তার ১৮ বলের ইনিংসে ছিল ৩ চার এবং ২ ছক্কার মার।

শেষ দিকে লড়াই জমিয়ে তুলেন অঙ্কন এবং আবু হায়দার। ২২ বলে তাদের ৩২ রানের জুটিও যথেষ্ট হয়নি খুলনার জয়ের জন্য। অঙ্কন ২৮ রানে (১৬ বলে) আউট হন। আবু হায়দারের ব্যাট থেকে আসে ১৪ রান (৬ বলে)। সিলেটের হয়ে ২টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, রিস টপলি এবং রুবেল মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত