স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৫ ১০:২০

প্রত্যাবর্তনের গল্পে রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সার

ম্যাচের পঞ্চম মিনিটে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের গোলে শিরোপা ধরে রাখার ইঙ্গিত দিলেও প্রত্যাবর্তনের গল্পে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা।

সোমবার (১৩ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ফাইনালে রিয়ালকে ৫-২ ব্যবধানে হারিয়েছে বার্সা।

এটি তাদের ১৫তম স্প্যানিশ সুপার কাপ। কাতালান ক্লাবটিকে হারাতে পারলে শিরোপার সংখ্যায় সমানে সমান হতো রিয়াল। সেটা তো হলোই না; উল্টো তাদের দুঃস্বপ্ন উপহার দিল বার্সা।

তৃতীয় মিনিটেই আক্রমণে বার্সেলোনা। লামিনে ইয়ামালের শট কর্নারের বিনিময়ে রুখে দেন থিবো কর্তোয়া। পরের মিনিটে রিয়াল মাদ্রিদ গোলরক্ষকের আরেকটি সেভ। পঞ্চম মিনিটে কিলিয়ান এমবাপের স্ট্রাইক। তাদের শুরুটা যতটা স্বপ্নের মতো ছিল, ততটাই অন্ধকার নেমে আসে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল শেষে।

হ্যান্সি ফ্লিকের দল শুরুর ধাক্কা সামলে নিয়ে বিরতিতে যায় ৪-১ গোলের লিড নিয়ে। ২২ মিনিটে দলকে সমতায় ফেরান ইয়ামাল। ৩৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেন রবার্ত লেভানদভস্কি। ৩৯ মিনিটে রাফিনহার স্ট্রাইক এবং যোগ করা সময়ে স্কোরলাইন ৪-১ করেন আলেহান্দ্রো বালদে।

প্রথমার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখানো বার্সা দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আদায় করে নেয় পঞ্চম গোল। গোলদাতা রাফিনহা। সবকিছুই জন্য পক্ষে যাচ্ছিল তখন বড় ভুল করে বসেন ভয়চেক সেজনি। এমবাপ্পেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বার্সা গোলরক্ষক (৫৬ মিনিটে)। পরক্ষণেই গাভিকে তুলে বেঞ্চে থাকা গোলরক্ষক ইনাকি পিনাকে মাঠে নামান ফ্লিক।

গোলমুখে দাঁড়ানোর খানিকবাদে গোল হজম করেন পিনা। ম্যাচের এক ঘন্টায় তাকে বোকা বানিয়ে জালে বল পাঠান রদ্রিগো। কিন্তু প্রত্যাবর্তনের রূপকথা লেখার মতো অবিশ্বাস্য কিছু করতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। তাতে ৫-২ গোলেই শেষ হয় ফাইনাল এবং শিরোপা উল্লাসে মাতে ফ্লিকের বার্সা।

নতুন বছরে এটাই ছিল প্রথম এল ক্লাসিকো। তবে মৌসুমের দ্বিতীয়। গত অক্টোবরে লা লিগায় মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই লড়াইয়েও হেরেছিল রিয়াল, ৪-০ ব্যবধানে।

আপনার মন্তব্য

আলোচিত