স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৫ ১১:৪০

উইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশের নারী দল

নিগার সুলতানা জ্যোতির দারুণ হাফসেঞ্চুরির পর নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ।

মঙ্গলবার মধ্যরাতে আগে ব্যাটিং করে বাংলাদেশ দল ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে ক্যারিবীয় মেয়েরা ১২৪ রানে গুটিয়ে যায়। তাতে দ্বিতীয় ওয়ানডেতে ৬০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এই জয়ে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনাও তৈরি হলো।

আগামী শুক্রবার সিরিজের শেষ ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিং করেছে বাংলাদেশ। সফরকারীরা শুরুতেই বিপদে পড়েছিল। ৫৬ রানে পড়ে যায় ৩ উইকেট। এরপর সোবহানা মোসতারি ও জ্যোতি মিলে ৫১ রানের জুটি গড়েন। মোসতারির পর ফাহিমা খাতুন দ্রুত ফিরে গেলে স্বর্ণা আক্তারকে নিয়ে এগুতে থাকেন জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক একাই প্রান্ত আগলে লড়াই করে গেছেন। ১২০ বলে ৫ চারে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে সোবহানা মোসতারি ব্যাট থেকে। এছাড়া স্বর্ণা আক্তার খেলেছেন ২১ রানের ইনিংস। সবমিলিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ১৮৪ রান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে কারিশমা রামহারক ৪টি এবং আলিয়াহ আলেইন নেন ৩ উইকেট।

তার পর বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে খেই হারায় স্বাগতিক দল। ৭০ রানে ৬ উইকেট হারানোর পর ওখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ২৮ রান করেন শেমাইন ক্যাম্পবেল। শেমাইন ক্যাম্পবেল আশা বাঁচিয়ে রাখলেও তিনি বেশিক্ষণ টিকতে পারেননি।

৩৫ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার বাঁহাতি স্পিনার নাহিদা। ২টি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন। ক্যারিবীয় ব্যাটারদের মেরুদণ্ড ভেঙে দেওয়া নাহিদা হয়েছেন ম্যাচ সেরা।

আপনার মন্তব্য

আলোচিত