স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৫ ১৫:১৪

প্রত্যাবর্তনের গল্প পিএসজির, বড্ড বেকায়দায় ম্যান সিটি

চ্যাম্পিয়ন্স লিগ

দুই গোলে এগিয়ে থেকেও লিড ধরে রাখতে না পেরে ৪ গোল খেয়ে হেরে গেছ ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার দলটিকে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই হারে চ্যাম্পিয়ন্স লিগে বড্ড বেকায়দায় ম্যানসিটি। শেষ ষোলো তাদের বহু দূর।

বুধবার (২২ জানুয়ারি) রাতে পিএসজির দারুণ কামব্যাকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হেরে টেবিলের পঁচিশে অবস্থান এখন ম্যানসিটির।

এই ম্যাচ হেরে শঙ্কায় পড়ে গেছে তাদের সেরা ২৪ এর ভেতর থাকা। পরবর্তী রাউন্ডে যেতে হলে তাদের থাকতে হবে সেরা ২৪ এর ভেতর। বাকি এক ম্যাচে তাই জয়ের বিকল্প কিছুই নেই তাদের।

ম্যাচের ৫০ মিনিটে পিএসজির মাঠে জ্যাক গ্রিলিশ প্রথম গোলের দেখা পান। তার গোলেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এর ঠিক ৩ মিনিট পরই সিটির হয়ে আরেকটি গোল করেন আর্লিং হলান্ড। ফলে ম্যানসিটির লিড হয় ২-০।

দুই গোলে এগিয়ে থাকা সিটি যখন ধরেই নিয়েছিল তাদের জয় প্রায় নিশ্চিত, ঠিক তখনই ঘুরে দাঁড়ায় পিএসজি। পিএসজির উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা, হুয়াও নেভিস ও গনকালো রামোস পিএসজিকে দুঃস্বপ্নের রাত উপহার দেয়।

৫৬ মিনিটে গোল করে ব্যবধান কমান দেম্বেলে। তিনি গোলটি করেন বারকোলার ক্রস থেকে। প্রথম গোলে সহায়তার ৪ মিনিট পর এবার বারকোলা নিজেই গোল করে পিএসজিকে ২-২ সমতায় ফেরান।

৭৮ মিনিটে নেভির গোল করে লিডে এনে দেন পিএসজিকে। ৯৩ মিনিটে ম্যানসিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন রামোস। এতে ব্যবধান ৪-২ করে পিএসজি।

ম্যানসিটির বিপক্ষে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে ২২তম স্থানে চলে গেছে পিএসজি। ৭ ম্যাচে তাদের জয় ৩টিতে, পয়েন্ট ১০। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে সিটি।

আপনার মন্তব্য

আলোচিত