
২৩ জানুয়ারি, ২০২৫ ১৫:২০
চ্যাম্পিয়ন্স লিগে মানেই রিয়াল মাদ্রিদের রাজত্ব। নতুন ফরমেটের এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে তাদের নামের প্রতি সুবিচার করতে দেখা যাচ্ছিল না। তবে এবার বুঝি এসেছে সেই দিন। অদম্য রিয়াল মাদ্রিদের দেখা মিলল কাল রাতে।
বুধবার (২৩ জানুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া ম্যাচে বড় জয়ে লিগ টেবিলে বড় লাফ দিয়েছে কার্লো আনচেলত্তির দল।
৫-১ ব্যবধানে তারা হারিয়েছে সালজবুর্গকে। ম্যাচে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। অন্য গোলটি করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। আর শেষ দিকে এক গোল শোধ করে সালজবুর্গ।
৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে ওঠে এসেছে রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতে বল রিয়ালের দখলে নিয়ে রেখেছিল রিয়াল'। ২৩ মিনিটে প্রথম শটেই গোলের দেখা পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এগিয়ে যাওয়ার পর নিজেদের গতি খুঁজে পায় স্প্যানিশ ক্লাবটি। নিজেদের স্বাভাবিক ছন্দ পেয়ে ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। দুটি গোলই আসে রদ্রিগোর পা থেকে। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়ানোর তৃতীয় মিনিটেই সালজবুর্গ গোলকিপার জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের হয়ে তৃতীয় গোল করেন কিলিয়ান এমবাপে।
এর ঠিক ৭ মিনিট পর দলের চতুর্থ গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। লুকা মদ্রিচের সহায়তায় গোলটি করেন তিনি।
রদ্রিগো ও এমবাপেকে ৭২ মিনিটে তুলে নেন আনচেলত্তি। তাদের বদলি হিসেবে নামানো নয় ব্রাহিম দিয়াজ ও এনড্রিককে। পাঁচ মিনিট পর দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলের দেখা পায় ভিনিসিয়াস। গোলটি করেন তিনি প্রতি-আক্রমণে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে নিজেদের একমাত্র গোলটি করেন সালজবুর্গ।
আপনার মন্তব্য