
০১ ফেব্রুয়ারি , ২০২৫ ০৩:৩৪
আফগান ক্রিকেটের শুরুর সময়ের তারকা শাপুর জারদান অবসরের ঘোষণা দিয়েছেন।
৪৪ ওয়ানডেতে ৪৩ উইকেট ও ৩৬ টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট নিয়ে শেষ হলো তার আন্তর্জাতিক ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তাকে দেখা গেছে ২০২০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছেন ২০২২ সালের জুলাইয়ে নিজ দেশে টি-টোয়েন্টি লিগে।
বিদায় বেলায় পেছন ফিরে তাকিয়ে শাপুর সবাইকে কৃতজ্ঞতা জানালেন কঠিন ভ্রমণে তাকে সাহস জোগানোর জন্য।
“আফগান ক্রিকেটের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে আমার পথচলা শুরু হয়েছিল। অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, সীমিত রসদ নিয়ে লড়েছি, অনেক বাধা পেরিয়েছি, কিন্তু কখনোই বিশ্বাস হারাইনি। ক্রিকেট সমর্থকদের সমর্থন, সতীর্থরা, কোচরা এবং বিশেষ করে আমার পরিবার পাশে থেকে প্রতিটি বাধা পার হতে সহায়তা করেছে আমাকে। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।”
“আমার পরিবার, বন্ধু, সমর্থক ও আফগানিস্তানের মানুষদের ভালোবাসা, দোয়া ও অটুট সমর্থন আমার সবসময়ের সবচেয়ে বড় শক্তি। এটার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।”
প্রথম বিপিএলে ২০১২ সালে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে ৮ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছিলেন তিনি ওভারপ্রতি মাত্র ৬.২৯ রান দিয়ে।
আপনার মন্তব্য