স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০২৫ ০৩:৩৯

চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে এবার উঠা হবে না রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির কোনো একটা দলকে। শেষ ষোলো নিশ্চিত করতে দল দুটোকে পরস্পরের বিরুদ্ধে খেলতে হবে।

চ‍্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে সেল্টিককে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখ। স্বদেশের ক্লাব ব্রেস্তের বিপক্ষে খেলবে ফরাসি চ‍্যাম্পিয়ন পিএসজি।

চ‍্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এ নিয়ে টানা চার আসরে ইউরোপের সফলতম দল রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে সিটি। প্রাথমিক পর্বের শেষ দিন ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে যাওয়া পেপ গার্দিওলার দলের বিপক্ষে লড়াই এড়াতে চেয়েছিলেন কার্লো আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত সেল্টিক নয় পরিচিত প্রতিপক্ষই পেলেন তিনি।

নতুন চেহারার চ‍্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে প্রাথমিক পর্বে ১১তম হয়েছিল রিয়াল। নিজেদের খুঁজে ফেরা সিটি হয়েছিল ২২তম। দুই দলের দুই লেগের লড়াইয়ে জয়ীরা যাবে শেষ ষোলোয়।

ইতালির দুই দল জুভেন্টাস ও এসি মিলানের দেখা হচ্ছে না প্লে-অফে। জুভেন্টাস খেলবে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে। এসি মিলানের প্রতিপক্ষ ফেইনুর্ড।

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি হবে প্লে-অফের প্রথম লেগ। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগ।

গত আসরের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড খেলবে স্পোর্তিং লিসবনের বিপক্ষে। ক্লাব ব্রুজের প্রতিপক্ষ আতালান্তা। বেনফিকা খেলবে মোনাকোর বিপক্ষে।

শেষ ষোলোয় যাওয়ার প্লে-অফে কে কার প্রতিপক্ষ

ক্লাব ব্রুজ-আতালান্তা
স্পোর্তিং লিসবন-বরুশিয়া ডর্টমুন্ড
ম‍্যানচেস্টার সিটি- রিয়াল মাদ্রিদ
সেল্টিক-বায়ার্ন মিউনিখ
জুভেন্টাস -পিএসভি আইন্দহোভেন
ফেইনুর্ড-এসি মিলান
ব্রেস্ত-পিএসজি
মোনাকো-বেনফিকা

পরের দলটি দ্বিতীয় লেগ খেলবে ঘরের মাঠে। শেষ ষোলোর ড্র হবে ২১ ফেব্রুয়ারি।

আপনার মন্তব্য

আলোচিত