
০২ ফেব্রুয়ারি , ২০২৫ ১০:৪০
বলের দখল, আক্রমণ সবকিছুতে আধিপত্য ধরে রেখেও এস্পানিওলের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।
শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা এস্পানিওলের এই জয়ে তারা অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে, আর রিয়াল মাদ্রিদের শীর্ষ স্থান অক্ষুণ্ণ থাকলেও পয়েন্ট ব্যবধান বাড়ানো হলো না।
এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরোর গোল ব্যবধান গড়ে দিয়েছে।
দিনের শুরুতে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনে আতলেতিকো মাদ্রিদ। সেই ব্যবধান আবার ৪ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল। আসরে তৃতীয় হারের তেতো স্বাদ পেল তারা।
২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে মাদ্রিদের এই দুই দল। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।
প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র বক্সে দারুণ নৈপুণ্যে জালে বল পাঠালেও গোল মেলেনি। বক্সেই কিলিয়ান এমবাপে এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোকে ফেলে দেওয়ায় ফাউল ধরেন রেফারি।
৯তম মিনিটে রিয়াল গোলমুখে প্রথম শট নেয়। জুড বেলিংহ্যামের সেই শট ঠেকিয়ে দেন গোলকিপার। ৭২তম মিনিটে বেলিংহ্যামের কোনাকুনি শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৭৬তম মিনিটে কাছ থেকে রদ্রিগোর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন রোমেরো।
৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে রিয়ালকে স্তব্ধ করে দেয় এস্পানিওল। সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোলটি করেন রোমেরো। এই গোলটি ধরে রেখে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
আপনার মন্তব্য