
০৯ ফেব্রুয়ারি , ২০২৫ ০৮:৩১
মাদ্রিদ ডার্বিতে টানা পাঁচ ম্যাচ জয়হীন রিয়াল মাদ্রিদ। গত রাতের ম্যাচও ছিল রিয়ালের জন্যে জয়হীন।
সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদের ম্যাচ ১-১ সমতায় শেষ হয়েছে।
আতলেটিকোর হয়ে পেনাল্টিতে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, আর রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপে।
ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে, আতলেতিকোর ১০ শটের মধ্যে গোলেরটিই কেবল লক্ষ্যে ছিল। এই ড্রয়েও শীর্ষস্থানে নড়চড় হয়নি। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ১৪ জয় ও ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো।
বল মাঠে গড়ানোর আগে চওড়া হাসিমুখে মাঠে প্রবেশ করেন রিয়ালের অনেক সাফল্যের নায়ক, ক্লাবের একসময়ের রেকর্ড শিরোপা জয়ী মার্সেলো। দুদিন আগে ফুটবলকে বিদায় জানানো এই ব্রাজিলিয়ানকে বিশেষ সম্মান জানানো হয়, তার হাতে ক্লাবের বিশেষ একটি জার্সি তুলে দেন রিয়ালের আরেক গ্রেট লুকা মদ্রিচ।
৩১তম মিনিটে বিতর্কিত পেনাল্টির ঘটনার শুরু। রিয়ালের ডি-বক্সে বাঁ দিক আসা ক্রস নিয়ন্ত্রণে নিতে পা বাড়ান সামুয়েল লিনো, একই সময়ে অহেলিয়া চুয়ামেনির বাড়ানো পা গিয়ে পড়ে লিনোর পায়ে, যদিও তার আগেই বল বেরিয়ে যায় দুজনের মাঝ দিয়ে। খানিকটা সময় নিয়ে মনিটরে দেখার ইঙ্গিত করেন রেফারি, ডাগআউটে আনচেলত্তির মুখে তখন একরকম তাচ্ছিলেল্যের হাসি, দুই হাত দিয়ে মুখ ঢাকেন তিনি, যেন তার বিশ্বাসই হচ্ছিল না। ধারাভাষ্যকাররা বলছিলেন, এটা কোনোভাবেই পেনাল্টি হতে পারে না। কিন্তু, সবাইকে অবাক করে দিয়ে বাজে পেনাল্টির বাঁশি। আলভারেসের সোজাসুজি স্পট কিকে এগিয়ে যায় সফরকারীরা।
৫০তম মিনিটে রদ্রিগোর বাড়ানো বল পেয়ে ছয় গজ বক্সের মুখ থেকে জুড বেলিংহ্যামের শট রক্ষণে প্রতিহত হয়। ফিরতি বল বক্সের মাঝামাঝি পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন এমবাপে।
গত সেপ্টেম্বরে প্রথম লেগের ফলও ছিল ১-১।
আপনার মন্তব্য