
০৫ অক্টোবর, ২০২৫ ১১:২৯
ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপের নৈপুণ্যে লা লিগায় জয়ে ফিরল শাবি আলোন্সোর দল। একই সঙ্গে শীর্ষে উঠল লা লিগার পয়েন্ট টেবিলে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ৩-১ গোলে জিতেছে রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস। ভিয়ারিয়াল ব্যবধান কমানোর পর শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন এমবাপে।
প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় রিয়াল, এর সাতটি ছিল লক্ষ্যে। ভিয়ারিয়ালের ৯ শটের দুটি ছিল লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ৪৭তম মিনিটে এমবাপের ফ্লিকে বাইলাইনের কাছে বল পান ভিনিসিয়াস। বল পায়ে ডি বক্সের ভেতরে ঢুকে আরও এগিয়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দূরের পোস্ট লক্ষ্য করে শট করেন তিনি। মাঝপথে সান্তি কোমেসানার বাড়ানো পায়ে লেগে বল দিক পাল্টে কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ায়।
সাত মিনিট পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিাসিউস। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল।
৭৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে ব্যবধান কমান জর্জেস মিকাউতাদজে। ঝাঁপিয়েও একটুর জন্য বলের নাগাল পাননি কোর্তোয়া।
চার মিনিট পর বড় একটা ধাক্কা খায় ভিয়ারিয়াল। ভিনিসিয়াসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সান্তিয়াগো মোরিনো। ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।
৮১তম মিনিটে ব্যবধান ফের দুই গোলে নিয়ে যান এমবাপে। ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।
৮ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেসেছে রিয়াল। আগের রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের ৫-২ গোলে হারের সুযোগ কাজে লাগিয়ে চূড়ায় ওঠা বার্সেলোনা নেমে গেছে দুইয়ে।
৭ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া শিরোপাধারীরা নিজেদের পরের ম্যাচে জিতলেই ফিরবে শীর্ষে। ভিয়ারিয়াল ১৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। আসরে এটি তাদের দ্বিতীয় হার।
আপনার মন্তব্য