৩০ মার্চ, ২০২০ ১৮:২৩
স্বামী লিটন দাসের সঙ্গে সঞ্চিতা
পুরুষ জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন। নিজেদের বাসার রান্নাঘরে চা বানাতে চুলা জ্বালান তিনি। ওই চুলায় জ্বালানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
গত শুক্রবারের ঘটনাটি রোববার কিছুটা সুস্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান সঞ্চিতা। অল্পের জন্য বেঁচে ফিরেছেন বলে উল্লেখ করেন তিনি।
ঘটনার উল্লেখ করে তিনি জানান, মৃত্যুর খুব কাছ থেকেই ফিরে এসেছি। মুখে বা শরীরে আগুন ধরে গেলে আরও খারাপ কিছুই হতে পারতো।
ফেসবুকে সঞ্চিতা লিখেছেন, ‘আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারব না। এটা আমার পক্ষে ভালো ও সহজ হবে না। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পুড়ে যেত। এখন আমার চুলগুলো কাটতে হবে (পুড়ে যাওয়ায়)। এটা খুবই কষ্টদায়ক। এখন আমি সুস্থ হয়ে ফিরতে পারব। যদি মুখে আগুন লেগে যেত, জানি না কী হতো। সুতরাং সিলিন্ডার ব্যবহার করার সময় সবাই সাবধান এবং আমার জন্য প্রার্থনা করবেন।’
তিনি আরও লিখেছেন, ‘পরশুদিন (শুক্রবার) চা বানানোর জন্য আমি রান্নাঘরে যাই। চুলা জ্বালানোর গ্যাস চালু করলে প্রথমে সেটি না জ্বলে উল্টো নিভে যায়। আমি আবার চেষ্টা করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। তখন খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল।’
সঞ্চিতা লিখেন, ‘আমি ডান হাতে আমার মুখ ঢাকার চেষ্টা করছিলাম। যে কারণে ডান হাতই বেশি পুড়েছে। এরপর ঘুরে রান্নাঘর থেকে বের হওয়ার সময় আমার সব চুলে আগুন ধরে যায়। কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসি আমি।’ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার সম্ভব্য কারণ উল্লেখ করে লিটনের স্ত্রী জানান, ‘আমি আগেরদিনই বুঝতে পারছিলাম গ্যাস প্রায় শেষ। তবু ভালোভাবেই চলছিল দেখে আমি গুরুত্ব দেইনি। হয়তো একদম শেষের গ্যাসটুকু বের হয়েই এমন বিস্ফোরণ হয়েছে।’
আপনার মন্তব্য