২০ এপ্রিল, ২০২০ ০১:২১
টেস্ট ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস মারা গেছেন।
রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন বানি আমিন বিশ্বাস। পা, হাত ও বাম কানে প্রচণ্ড আঘাত পান তিনি।
স্থানীয়রা প্রথমে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে নিয়ে আসা হয় ঢাকার হাসপাতালে।
বিজ্ঞাপন
টেস্ট ক্রিকেটার তাসকিন আহমেদ এক ফেসবুক পোস্টে ইমরুল কায়েসের পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য