
২৯ জুন, ২০১৫ ০৪:৪৬
“শিশু কিশোর মেলা সিলেট জেলা” সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে গতকাল রবিবার (২৮ জুন) দিনব্যাপী আম্বরখানা বড়বাজারে স্বাক্ষর সংগ্রহ করে। আগামী ২৮ জুলাই সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে শিশু কিশোর মেলা সিলেট জেলার স্মারকলিপি পেশ সফল করার লক্ষে সিলেটের পাড়ায়-পাড়ায়, অফিস-আদালতে, দোকানপাটে স্বাক্ষর সংগ্রহ পরিচালনা করছে।
স্বাক্ষর সংগ্রহ চলাকালীন সময়ে বড়বাজারের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ স্বাক্ষর দিয়ে দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া পাড়ার ছাত্র-শিক্ষকসহ সমস্ত শ্রেণী-পেশার মানুষ স্বাক্ষর দিয়ে দাবির প্রতি সমর্থন জানান। এসময় শিশু কিশোর মেলার সংগঠকদের আহবানে সবাই আন্দোলনের তহবিলে অর্থ দিয়েও সহযোগিতা করেন।
শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদের নেতৃত্বে লিপন আহমেদ, রুবেল মিয়া, পলাশ কান্ত দাশ, নিশাত কর সানি, নুশরাত রাহী ইকরা, পিংকি চন্দ, ইয়াছিন আলী ইমন, মোঃ শুভ্র, সালমান, রাহাত, মনসুর আল মাহদী, দীপ্ত, রুদ্র, পলাশ দাশ প্রমুখ স্বাক্ষর সংগ্রহের সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য