সিলেটটুডে ডেস্ক

২৯ জুন, ২০১৫ ২০:৫৫

সিলেট জেলা সিএন্ডএফ এজেন্ট গ্রুপের বার্ষিক সাধারণ সভা

‘সৎভাবে ব্যবসা পরিচালনা করা এবাদতের মতো। সৎ ব্যবসায়ী যারা তাদের উন্নতি অবশ্যই হবে। ব্যবসায় যদি সততা না থাকে তবে তা হালাল নয়। নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। হালাল ব্যবসার মাধ্যমে মানুষের মাঝে ভ্রাতৃতবোধ গড়ে উঠে। সৎভাবে ব্যবসা পরিচালনা করলে এর সাফল্য শতভাগ নিশ্চিত। আমাদের সকলের উচিৎ সবার সাথে সম্প্রীতি ও ঐক্যতা গড়ে তোলা।’

সিলেট জেলা সিএন্ডএফ এজেন্ট গ্রুপ-এর বার্ষিক সাধারণ সভায় বক্তারা একথা বলেন।

সোমবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ-এর কনফারেন্স হল রুমে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সিএন্ডএফ এজেন্ট গ্রুপ-এর সভাপতি মো. লায়েছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশিরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রুপের সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া, আবুল কালাম, গিয়াস উদ্দিন খন্দকার, ওয়াহিদুজ্জামান চৌধুরী, পি.কে দেবনাথ, রাশেন্দ্র পাল, এমদাদ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত