সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৮ ১৯:২৭

বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে চীন

বাংলাদেশি নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল ভিসা’ ব্যবস্থা চালু করেছে চীন। চীনের বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই বৃহস্পতিবার (২২ নভেম্বর) এ তথ্য জানান।

এখন থেকে জরুরি মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন বা অন্য কোনো জরুরি কাজের জন্য চীনের ‘পোর্ট ভিসা’ সহজেই পাওয়া যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, চীনে ভ্রমণের জন্য সেদেশের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে। বাণিজ্যিক কাজ, প্রকল্পের মেরামত বা অন্য কোনো জরুরি কাজের জন্য কোনো চীনা পক্ষ থেকে আমন্ত্রণ পেতে হবে।

চীনা দূতাবাসের মুখপাত্র চেন উই বলেন, “অন্যান্য বিদেশিদের মতো বাংলাদেশিদেরও পোর্ট ভিসার সুযোগ দেওয়া হবে।”

এই ভিসায় আগত ব্যক্তিরা চীনে ৩০ তিন অবস্থান করতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত