সিলেটটুডে ডেস্ক

১২ জুলাই, ২০১৬ ১৯:১৬

খুলনায় ২ মন্দির কমিটির সভাপতিকে হত্যার হুমকি

খুলনা নগরীর আড়ংঘাটা এলাকায় দুটি মন্দির কমিটির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

হুমকি পাওয়া ঐ দুই ব্যক্তি হলেন, আড়ংঘাটার শলুয়া সার্বজনিন পূজা মন্দিরের সভাপতি মিহির কুমার এবং শলুয়া নিমতলা সার্বজনিন পূজা মন্দিরের সভাপতি অপূর্ব বিশ্বাস। এ ঘটনায় অপূর্ব বিশ্বাস সোমবার আড়ংঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ জানায়, গত ৮ জুলাই তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হলুদ খামে দুটি চিঠি পাঠানো হয়। কম্পিউটারে টাইপ করা চিঠিতে হুমকিদাতার কোনো নাম ঠিকানা ছিল না।

হুমকি পাওয়া মিহির কুমার জানান, চিঠিতে লেখা ছিল, 'দেশে পুরোহিত হত্যা করা হচ্ছে। যা চলবে এবং ১৪ জুলাই থেকে মন্দিরের সভাপতিদের হত্যা করা হবে। যা খাওয়ার ইচ্ছা খাও ও যাদের সাথে ইচ্ছা দেখা করে নেও'। বিষয়টি নিয়ে থানার ওসির সঙ্গে আলোচনা করেছেন বলে জানান তিনি।

আড়ংঘাটা থানার ওসি মো. নাসিম খান বলেন, 'মন্দির দুটির কমিটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ রয়েছে। তার জের ধরে দুটি চিঠি পাঠানো হতে পারে। স্থানীয়দের সঙ্গে কথা বলে সেই ধরনের তথ্যই পাওয়া গেছে।'

তিনি আরও বলেন, 'চিঠি পাওয়ার কয়েকদিন পর থানায় জানানো হয়েছে। হুমকি পাওয়া দুইজন প্রথমে থানায় জিডিও করতে চাননি। তবে একজনকে দিয়ে থানায় জিডি করা হয়েছে।'

আপনার মন্তব্য

আলোচিত