সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০১৬ ১২:১১

বৌদ্ধ ভিক্ষু উপেন দিতারকে হত্যা চেষ্টায় অভিযুক্ত ভিক্ষু মংয়াইন গ্রেপ্তার

কক্সবাজার শহরে জমি বিক্রির টাকা সংক্রান্ত বিরোধে বৌদ্ধ ভিক্ষুর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অপর ভিক্ষু মংয়াইনকে (৪৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে বান্দরবানের লামার রুপসী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মংয়াইন কক্সবাজার শহরের ক্যাং পাড়ার আলামং রাখাইনের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন  জানান, কক্সবাজার শহরের উমা তারাং ক্যাংয়ে বৌদ্ধ ভিক্ষু হামলার ঘটনার পর পালিয়ে যায় মংয়াইন। পরে গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলার রুপসী পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষু মংয়াইনকে কক্সবাজার সদর থানায় আনা হয়েছে বলে পুলিশ জানায় । এ ব্যাপারে প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে বুধবার (১৩ জুলাই) সকালে কক্সবাজার শহরের উমা তারাং ক্যাংয়ের বৌদ্ধ ভিক্ষু উপেন দিতার (৭০) ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আপনার মন্তব্য

আলোচিত