বড়লেখা প্রতিনিধি

১৪ জুলাই, ২০১৬ ১৬:২০

বড়লেখায় ইমামদের নিয়ে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

মৌলভীবাজারের বড়লেখায় জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ে ইমামদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী’র সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ইমাম মাওলানা মনোয়ার হোসেন, মুফতি রুহুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, আব্দুল মতিন, জেহীন সিদ্দিকী, আব্দুল মালিক জুনু, রেজাউল করিম রেজা, রুজিনা বেগম, আছমা বেগম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামের সাথে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নাই। ধর্মের অপব্যাখ্যা করে ইসলামের নামধারী কিছু সন্ত্রাসী এই অপকর্ম করে ইসলাম ধর্মের ক্ষতি করছে তারা। সভায় পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত