সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ০৯:৪৫

এটা আসলে শিং নয়, এর নাম বিনাইন টিউমার

পশুর মাথায় শিং থাকে, তবে মানুষের মাথায় শিং! কথাটা আজব শোনালেও কিন্তু গুজব নয়। এমনি আয়েদ আলী নামে মাথায় শিংওয়ালা ১১০ বছরের এক বৃদ্ধের সন্ধান পাওয়া গেছে।

তিনি মাথায় চার ইঞ্চির শিং নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই হাসপাতালের তিন তলায় সার্জিক্যাল ওয়ার্ডে রয়েছেন তিনি।

বৃদ্ধ আয়েদ আলী জানান, এক বছর আগে তার এই শিংটি বের হয়। শিংটি চার ইঞ্চি লম্বা। এটি প্রচণ্ড ব্যথা করে এবং শিংয়ের ভেতরে চুলকায়।

জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল বাতেন, ডা. মো. আজিজ ও ডা. সৈকত আয়েদ আলীকে পরীক্ষা করছেন।
এ ব্যাপারে জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের-উল-ইসলাম রতন জানান, এই রোগটির নাম সেবাশিয়াস হর্ণ। এটা আসলে শিং নয়। এর নাম বিনাইন টিউমার।

এই টিউমারে ক্যানসারের কোনো জার্ম থাকে না। দু'একদিনের মধ্যেই এটি অপারেশন করা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত