সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ১৮:৫৮

যমুনার দুর্গম চরে জঙ্গি আস্তানার সন্ধান, অস্ত্র ও জিহাদি বই উদ্ধার

বগুড়ার সায়িরাকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে যমুনা নদীর দুর্গম ট্যাংরাকুরা চরে একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে যৌথবাহিনী।  ঐ আস্তানা থেকে কাউকে আটক করতে না পারলেও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, জিহাদি বই এবং ম্যাগজিন বহনের জন্য সেনাবাহিনীর ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ধারালো দেশি অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- তিনটি চাপাতি, তিনটি ছুরি, এক কয়েল ইলেকট্রিক তার, সেনাবাহিনীর ব্যবহৃত রাইফেলের ম্যাগজিন রাখার দুটি জ্যাকেট এবং ৯টি জিহাদি বই।

সোমবার বিকেলে অভিযান শেষে সারিয়াকান্দির ট্যাংরাকুরা চরের শাহজালাল বাজার সংলগ্ন আশ্রয়ন কেন্দ্রে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, ঢাকার গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারীরা এধরনের দুর্গম চরে প্রশিক্ষণ নিয়েছে। অভিযানে এ ধরনের আলামত পাওয়া গেছে।

ব্রিফিংয়ে বগুড়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত