সিলেটটুডে ডেস্ক

২০ জুলাই, ২০১৬ ১১:২৬

ঘুমের ঘোরে বাস উল্টে দিলেন চালক, প্রাণ গেল মুক্তিযোদ্ধাসহ ২ জনের

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাস উল্টে মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় ১৩ জন আহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মুক্তিযোদ্ধা সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য  জুলফিকার আলী (৬৫)। তার বাড়ি বান্দাবান জেলায়। কাঠ ব্যবসায়ী রেজাউল কবীরের (৫০) বাড়ি বরিশাল জেলায়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর ফহমিদ জানান, সকালে শ্যামলি পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১৬৯২) ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে বাঁশবাড়িয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আহত হয়েছেন ১৩ জন।

আহতদের সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল, এছাড়া চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান এসআই মিজানুর ফহমিদ।

আপনার মন্তব্য

আলোচিত