মোস্তা‌ফিজুর রহমান,বেনাপোল

২০ জুলাই, ২০১৬ ১২:৪৫

বেনাপোলে ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন বৃহস্পতিবার

বেনাপোল স্থলবন্দরের লিংক রোড দিয়ে ভারতের নবনির্মিত পেট্রাপোল স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টের আমদানি-রফতানি বাণিজ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই প্রধানমন্ত্রী বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, বেনাপোল বন্দরে অবস্থিত লিংক রোড, বাস টার্মিনালসহ আরও কয়েকটি স্থাপনাও উদ্বোধন করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। এ বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ স্থলবন্দর ইমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির মজুমদার।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত