সিলেটটুডে ডেস্ক

২২ জুলাই, ২০১৬ ১৯:৪৩

জঙ্গিবাদের নামে ইসলামি পণ্ডিতদের কণ্ঠরোধ না করার আহ্বান হেফাজত নেতার

জঙ্গিবাদের নামে ইসলামি পণ্ডিতদের কণ্ঠরোধের চেষ্টা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী।

শুক্রবার দুপুরে চট্রগ্রাম নগরীর আন্দরকিল্লায় বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের ব্যানারে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দেশে চলমান গুম, খুন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ইসলামপন্থিদের কন্ঠরোধের প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করা হয়।

রুহী সরকারকে উদ্দেশে করে বলেন, ‘জঙ্গিবাদ নামে সাধারণ মানুষ দেশের আলেম-ওলামা ও রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানী না করে এবং ইসলামপন্থিদের কন্ঠরোধের চেষ্টা না করে জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় সংলাপ ডাকুন।’

মাওলানা মঈনুদ্দীন রুহী বলেন,  ‘ইসলাম ধর্ম শান্তির ধর্ম, শান্তির বাণী ও বৈশিষ্ট্যের মাধ্যমে ইসলাম পৃথিবী জয় করেছে। তৎকালীন যুগে পারস্য ও রোম সাম্রাজ্য বিজয় করেছে। ইসলামের বৈশিষ্ট্য ও শান্তি শৃঙ্খলার মাধ্যমে ইসলামী হুকুমত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দেশে গুম, খুন, সন্ত্রাস, লুটতরাজ, চাঁদাবাজি, গুপ্তহত্যা বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন,  ‘আজ বাংলাদেশে গুম, খুন, সন্ত্রাস দূর্নীতি গুপ্তহত্যা নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে। গুম খুনের কথা বললে আইন-শৃঙ্খলার লোকেরা তেমন বেশী আমলে নেয় না। কারণ এটা আমাদের নিত্যদিনের সঙ্গী ও সংস্কৃতিতে পরিণত হয়েছে।’ 

চট্টগ্রাম মহানগর ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা ওসমান কাশেমীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মাওলানা আতিক মুহাম্মদের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্লাহ ও ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি মাওলানা মোজাম্মেল হক।

 

আপনার মন্তব্য

আলোচিত