০২ জুন, ২০২০ ২২:২৪
সিলেটে নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ২৬ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ২৬ টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট নগরী, সদর, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
এরআগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৩৯ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১৬০ জনের।
এরমধ্যে সিলেট জেলায় ৬২৭ জন, সুনামগঞ্জে ২১৩ জন, হবিগঞ্জে ১৯২ জন ও মৌলভীবাজারে ১২৮ জন রয়েছেন।
আপনার মন্তব্য