গোলাপগঞ্জ প্রতিনিধি

১৩ জুন, ২০২০ ১৫:৫৬

গোলাপগঞ্জে আরও ৬ জনের করোনা শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জ নতুন আরও ৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে নমুনাগুলো জমে থাকায় কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। ঢাকা থেকে ই-মেইলের মাধ্যমে আরও ৬ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে আছেন গোলাপগঞ্জের কৃষি ব্যাংক শাখার ২৯ বছর বয়সী কর্মকর্তা (পুরুষ), আরেকজন সোনালী ব্যাংকের ২৯ বছর বয়সী কর্মকর্তা (পুরুষ) যিনি ঘোষগাও এলাকায় থাকেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স, পৌর এলাকার ইয়াগুল গ্রামের ২৮ বছর বয়সী এক যুবক এবং লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের ৩২ বছর বয়সী একজন এবং ২০ বছরের এক নারী রয়েছেন যার পরিচয় এখনো পাওয়া যায়নি।

এছাড়াও করোনা আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

এদিকে আজকের ৬ জন করোনা রোগীসহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৯ জনে। এদের মধ্যে ৩১ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ২ জন।

আপনার মন্তব্য

আলোচিত