
২১ জুন, ২০২০ ২৩:২৬
হবিগঞ্জে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে তাদের আক্রান্তের বিষয়টি জানানো হয়।
রোববার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি বলেন, হবিগঞ্জ জেলায় আরও ১৫ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।
এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭২ জনে। এদিকে করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জে মারা গেছেন ৫ জন। এছাড়া জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬৬ জন।
আপনার মন্তব্য