২৪ মার্চ, ২০২০ ১২:৫৪
সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে আছেন ৩২৮ জন। এ নিয়ে বিভাগে হোম কোয়ারেন্টিনের মোট সংখ্যা ২১৭৬ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সিলেট জেলায় কোয়ারেন্টিনে আছেন ৮১৩ জন। সুনামগঞ্জ জেলায় ৩৪৫ জন, হবিগঞ্জে ৫৬০ জন এবং মৌলভীবাজারে ৪৫৮ জন।
ডা. আনিছুর রহমান বলেন, সিলেট শহীদ শামসুদ্দিন সদর হাসপাতালে বর্তমানে কোয়ারেন্টিনে আছেন দুজন। এর আগে গতকাল তিনজনের করোনাভাইরাস টেস্ট নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে বাসায় হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন, তিনজন মারা গেছেন।
বিপুল সংখ্যক লোক হোম কোয়ারেন্টিনে রাখা হলেও এই ব্যবস্থা কতোটা কার্যকর এই নিয়ে প্রশ্ন ওঠেছে। হোম কোয়ারেন্টিনে যাদের রাখা হচ্ছে তারা হোম কোয়ারেন্টিনে থাকছেন না বলেও অভিযোগ ওঠছে।
তবে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলছেন, হোম কোয়ারেন্টিনে যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসন নজরদারি রাখছে। কেউ কোয়ারেন্টিনে না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মন্তব্য