সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৯ জুন, ২০১৬ ০১:০৭

জঙ্গিবিরোধী অভিযানে কেমন ‘বাণিজ্য’ হলো?

জঙ্গিবিরোধী সাড়াশি অভিযানে ঈদের আগে-আগে প্রজাতন্ত্রের একশ্রেণীর কর্মী কেমন বাণিজ্য করলো, এমন প্রশ্ন তুলেছেন সাংবাদিক হাসান মামুন। শনিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই প্রশ্ন তুলেন তিনি।

তারপরও এই অভিযানে জঙ্গি কার্যক্রম কিছুটা কমে আসলে সুফল মিলবে বলেও মন্তব্য করেত তিনি।

ফেসবুকে হাসান মামুন লিখেন-

সদ্য শেষ হওয়া জঙ্গিবিরোধী অভিযানে ঈদের আগে-আগে প্রজাতন্ত্রের একশ্রেণীর কর্মী কেমন 'বাণিজ্য' করল, সেটা যদি বের করা যেত--তাহলে দেখা যেত, এটা কত বড় একটা অংক।

এমনটি কিন্তু গত ক'বছরে বেশ ক'বার হল।

এতে কাদের কাছ থেকে কোন অংশের কাছে অর্থসম্পদের কতটা স্থানান্তর ঘটল, তা কে বলবে?

তবু, এতে করে জঙ্গি কার্যক্রম যদি কিছুটা কমে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে গুপ্ত হত্যা ও জঙ্গি হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সপ্তাহব্যাপী সাড়াশি অভিযান চালায় পুলিশ। যা শেষ হয় গত বৃহস্পতিবার। এতে ১৯৪ জঙ্গিকে গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের। যদিও অভিযানে গ্রেপ্তার করা হয় কয়েক হাজার লোককে।

আপনার মন্তব্য

আলোচিত